অরুন নাথ,পটিয়াঃ চটগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় জিরি হাসান মেম্বার ফুটসাল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলাটি গতকাল শুক্রবার ১লা এপ্রিল ২০২২ খ্রীষ্টাব্দ সম্পন্ন হয়।
উক্ত ফাইনাল খেলা উপলক্ষে পুরস্কার বিতরন,সংবর্ধনা সহ এক সভা টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সভাপতি জনাব নসুরুল্লাহ রাশেদ এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে উদ্ভোধক হিসেবে উপস্হিত ছিলেন মীর গ্রুপ ব্যবস্হাপনা পরিচালক মোঃ মীর হাসান।প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর ড. নিপুর চৌধুরী।প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন মীর ফুড ইন্ডাষ্ট্রীজ পরিচালক মীর মোহাম্মদ নাছির, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জিরি ইউপি চেয়ারম্যান মোঃ অামিনুল ইসলাম খান টিপু,কুসুমপুরা ইউপি চেয়ারম্যান মোঃ জাকারিয়া ডালিম,ডাঃ মোঃ অাবদুর রহিম।গেষ্ট অব অনার হিসেবে উপস্হিত ছিলেন এ অার টায়ার কর্পোরেশ প্রোপ্রাইটার অালহাজ্ব নুরুল অাবছার,
সুবেদার ষ্টীল ব্যবস্হাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বাপ্পী,অালম ষ্টীল কর্পোরেশন ব্যবস্হাপনা পরিচালক মোঃ শফিউল অালম অারিয়া।বিশেষ অতিথি ছিলেন সুবেদার এন্টার প্রাইজ প্রোপ্রাইটার মোঃ সালাহ উদ্দিন,সেলিম অয়েল এজেন্সী পরিচালক মোঃ সেলিমুল্লাহ কবির,ব্যাং কর্মকর্তা জনাব অাবদুল অাওয়াল,সমাজসেবক অাবছার সওদাগর,জনাব অাবু অাজাদ,মোঃ তারেক ফেরদৌস নাঈম প্রমুখ।
উল্লেখ্য সভা এবং সংবর্ধনা অনুষ্টান শেষে অতিথি ও খেলোয়াড় এক যোগে জাতীয় সংগীত পাট এবং অতিথিরা খেলোয়াড়দের সাথে ফটোশেষন,শুভেচ্ছা বিনিময় সহ বল খেলে এ ফাইনাল খেলাটি গোরনখাইন ফুটবল একাদশ বনাম সাইঁদার ফুটবল একাদশ মধ্যকার শুভ সুচনা হয়।
এ ফাইনা খেলাটি শুরু হওয়ার পর দুই টিমের অাড্ডাঅাড্ডি লড়াইয়ে প্রথমার্ধের প্রায় বিশ মিনিট সময়ে সাইঁদার ফুটবল একাদশ ১ গোলে এগিয়ে যায়।এর পরবর্তী সময়ে গোরনখাইন একাদশ উওেজনাপূর্ণ কুট কৌশলে প্রতিশোধ হিসেবে এক গোল করার পর খেলাটি দুই দলের প্রথমার্ধে ১-১ গোলে ড্র হয়।এর পরবর্তী দ্ধিতীয়ার্ধের খেলায় গোরনখাইন টিম অারো একটি গোল করার পর সাইঁদার ফুটবল টিমকে হাড়িয়ে গোরনখাইন ফুটবল একাদশ বিজয়ী হয়ে টুর্নামেন্টের সেরা ট্রপি গোল্ডকাপটি ছিনিয়ে নেয় এবং খেলা শেষে টুর্নামেন্টের সেরা টিম গোরনখাইন ফুটবল একাদশ ও রানার্সাপ সাইঁদার ফুটবল একাদশ ফুটবল টিম খেলোয়াড়দের হাতে ট্রপী হাতে তুলে দেয় অনুষ্টানের অতিথিরা।