মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী
রাউজান প্রতিনিধি।
গত ৩ এপ্রিল ২০২২ইং রোজ শনিবার সকাল ১০ঘটিকায় সুন্দর পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে গাউসিয়া কমিটি বাংলাদেশ ২নং ডাবুয়া ইউনিয়ন শাখার আওতাধীন উত্তর হিংগলা সুন্দর পাড়া ইউনিট শাখার ওমান প্রবাসী সংগঠনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব-দুঃখীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান গাউসিয়া কমিটি বাংলাদেশ সুন্দর পাড়া ইউনিট শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটি বাংলাদেশ সুন্দর পাড়া ইউনিট শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ রুস্তম আলী সভাপতিত্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ২নং ডাবুয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম তালুকদার।
এতে আরো উপস্থিত ছিলেন ডাবুয়া রাবার বাগান জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, সুন্দর পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও সুন্দর পাড়া ইউনিট শাখার দাওয়ায়ে দাওয়াতে খায়র সম্পাদক হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সহ অত্র ইউনিট শাখার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।