সিন্দুর মতির মেলা
-শফি খান।
হাজার বছর আগের কথা
এক বিরল ইতিহাস,
রাজ-নারায়ন মেনেকা দেবী
করতেন বসবাস।
কন্যাদ্বয়ের নাম রেখেছেন
সিন্দুর ও মতি,
মাতা মেনেকা-দেবী ছিলেন
অতি ভক্তিবতি।
সতেরো বিঘায় দিঘি দিলো
উড়িষ্যার শ্রমিক গণ,
রাজ্যে দেখা দিলো দূর্লভ
পানির অনটন।
প্রজার সুখে পানি পূজায়
জমিদার দম্পতি
কালের সাক্ষী হয়ে আছে,
পুকুর সিন্দুর-মতি।
কন্যা বিসর্জন দিতে গিয়ে
অকালে ডুবেছিল বেলা,
স্মৃতি হয়ে আসে প্রতি বর্ষে
সিন্দুর-মতির মেলা।