পটিয়া প্রতিনিধি -জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্টাবার্ষিকী পালন করছে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুবসংহতি। (২ এপ্রিল) শনিবার বিকেলে পটিয়া কার্যালয়ে কেক কেটে প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করেন জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান শামসুল আলম মাষ্টার। এ উপলক্ষে দক্ষিণ জেলা যুব সংহতি আহবায়ক দিদারুল ইসলামের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক রাজীব চৌধুরী’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা জাপা নেতা মনির চেয়ারম্যান,আব্দুস সত্তার সওঃ, রমজান মুন্সি, ফয়জুল কবির চৌধুরী টিটু, নাজিম উদ্দিন মজুমদার, জেলা যুব সংহতির সদস্য সচিব রুপা সরকার, জেলা ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, উপজেলা সাবেক সভাপতি ডাক্তার খোরশেদ আলম, এম এইচ মুন্না, জাকারিয়া, মোহাম্মদ আলী,মোহাম্মদ আবু, প্রমূখ।এ সময় জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান শামসুল আলম মাষ্টার বলেন,দেশের মানুষকে বাঁচাতে ২ কোটি পরিবারকে রেশন কার্ড দিতে হবে। রমজানের শুরুতে দ্রব্যমূল্য উর্ধগতির কারনে দেশের মানুষের মাঝে হাহাকার হয়ে উঠেছে। আমরা সরকারকে বারবার বলেছি, দ্রব্যমূল্য উর্ধগতির কারনে দেশের মানুষ কষ্টে আছে। সরকার আমাদের কথা বিশ্বাস করেনা, এরচেয়ে দুর্ভাগ্য আর হতে পারে না। সরকারি দলের নেতারা বলছেন, দ্রব্যমূল্য কমছে এবং মানুষের আয় বেড়েছে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দ্রব্যমূল্য দেখতে বাজারে যেতে হবে না, টিসিবির একটি ট্রাকের কাছে লাইন দেখুন। টিসিবির পণ্য শেষ হয়ে যায় কিন্তু মানুষের লাইন শেষ হয় না।