অরুন নাথ,পটিয়া ঃ মানবতার কল্যানে নিবেদিত পবিত্র মাহে রমজান উপলক্ষে চটগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন মহিরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক স্বর্গীয় হৃদয় রন্জন চৌধুরীর সুযোগ্য সন্তান চটগ্রাম ক্রিসেন্ট লজিষ্টিক লিমিটেড এর চেয়ারম্যান দানবীর ড.নিপুর চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে পটিয়া উপজেলার জিরি,
মহিরা,দ্বারক,ভান্ডাল গাঁও গ্রামের হত-দরিদ্র প্রায় ৫০০টি পরিবারের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরন উপলক্ষে এক অালোচনা সভা বাবু ড.নিপুর চৌধুরীর সভাপতিত্বে এবং বাবু শেখর সরকারের পরিচালনায় অনুষ্টিত হয়।
এ বিতরন অনুষ্টানের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চটগ্রাম জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও হুইপ সামশুল হক চৌধুরী এমপি’র উন্নয়ন সমন্বয়কারী,
জেলা অা,মীলীগ নেতা বাবু দেবব্রত দাশ দেবু।বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিরি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব অামিনুল ইসলাম খান টিপু,বিশিষ্ট সমাজ সেবক বাবু সুজিত দাশগুপ্ত নান্টু,শিক্ষক দুলাল কান্তি মল্লিক,বিশিষ্ট সমাজসেবক বাবু অরুন কান্তি নাথ মহাজন,
অা,মীলী নেতা মোজাম্মেল হোসেন রাজধন,উপজেলা যুবলীগ এর যুগ্ম অাহব্বায়ক মাষ্টার রিটন নাথ,এডভোকেট ওসমান গনি সাবেরী,জিরি ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব জেবল হোসেন,মোঃ নাছির উদ্দিন,কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের মেম্বার এম এরশাদুল অালম সাদ্দাম,বাবু তপন চৌধুরী,বাবু রাজু দাশ,বাবু জুয়ের দাশ,বাবু পবন চৌধুরী,বাবু বিজয় শীল সহ এলাকার অারো বিশিষ্ট সমাজসেবক বৃন্দ।
উল্লেখ্য সভা শেষে দানবীর ড. নিপুর চৌধুরীর রত্না গর্বা মাতা মিনু চৌধুরী সহ অনুষ্টানের অতিথি বৃন্দরা এক যোগে মিলিত হয়ে ত্রান নিতে অাসা হত-দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রীর প্যাকেট জাত পন্য হাতে তুলে দেন।
এ সময়ে মিনু চৌধুরী তার স্বামী হৃদয় রন্জন চৌধুরীর অাত্মার শান্তি এবং পরিবার এর সকল সদস্যদের মঙ্গল কামনায় দোয়া /অার্শীবাদ চেয়ে এক বিশেষ বিনীত অনুরোধ জানান।