এস আল-আমিন খাঁন, বরিশাল ব্যুরো।
পটুয়াখালীতে শনিবার (০৯-এপ্রিল-২০২২ ইং) তারিখ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে তামান্না নওরীন অ্যানি (২০) নামের এক নার্সিং কলেজের শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, মৃত নওরিন অ্যানি (২০) পৌরসভা সংলগ্ন কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর গ্রামের বাসিন্দা জব্বার হাওলাদারের মেয়ে। সে পটুয়াখালী জেলা সদর পৌর শহরের ৮ নং ওয়ার্ড কলাতলায় প্রাইভেট প্রতিষ্ঠান গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এর আগে স্বজনরা আহতাবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নওরিনের পরিবারের লোকজন বলেন, শনিবার ৯-এপ্রিল প্রথম প্রহরের ভোর রাতে পরিবারের সবাই মিলে রোজা রাখার জন্য প্রতিদিনের ন্যায় সেহরি খেয়ে ফজরের নামাজ শেষে পুনরায় ঘুমাতে যায়। ঘুম থেকে উঠে সকাল আনুমানিক ৯টার দিকে নওরিনের মা রুমে গিয়ে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় নওরিনকে।তার চিৎকার শুনে পরিবারের অন্যরা এসে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ততক্ষনে নওরিন মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহত অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে জানান তার স্বজনরা।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা জানিয়ে বলেন, খবর পেয়ে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। তবে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি বলে জানান তিনি।