মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী
রাউজান প্রতিনিধি
রাউজানে অন্যায়ভাবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক প্রভাবশালী ব্যক্তি জবর দখল করে পাকা দালান নির্মান, মৃত ব্যক্তি রশিদ আহমদকেসহ আসামি করে মামলা, মিথ্যা অভিযোগের প্রতিবাদে গতকাল রবিবার সকালে মুন্সিরঘাটাস্থ রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে আধারমানিকের ফয়েজ আলী মাতবরেরর বাড়ির মৃত আবুল হোসেনের পুত্র ক্ষতিগ্রস্ত আবদুল মান্নান, আবদুল গণি ও শফিউল আজম। সংবাদিক সম্মেলনে তারা উল্লেখ করেন, একই এলাকার মৃত আহম্মদ হোসেনের পুত্র নুরুল হুদা জোর পূর্বক অন্যর জায়গায় ভবন নির্মান করে যাচ্ছে। এতে তিনি আইনের তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছে। যার দরুন অবৈধ ও ভূমিদুস্য নুরুল হুদার বিরুদ্ধে আদালতে একটি মামলা রুজু করা হলে, আদালত উক্ত জায়গায় নিষেধাজ্ঞা প্রদান করেন। এতে ঘটনাস্থল পরিদর্শনে রাউজান থানার একদল পুলিশও আসে। কিন্তু তিনি এসব তোয়াক্কা না করে আরো দ্রুত গতিতে রাতারাতি ভবন নির্মান করে চলেছে। প্রশাসন বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহন না করার জন্য তারা আহবান জানান। অন্যতায় মারামারি সংঘর্ষও হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা। তাই তারা বিষয়টি সংশ্লিষ্ট প্রদানের আশু ব্যবস্থা গ্রহন করার আহবান জানান।
এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন আদালতের নির্দেশে শান্তি শৃঙ্কলা বজায় রাখতে ২২ ফেব্রুয়ারী উভয় পক্ষকে একটি নোটিশ দিয়। পরে এনিয়ে আর কোন অভিযোগ পাওয়া যায়নি।