জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
উপজেলার বরুমতি খালের পাঠানদন্ডি এলাকায় চুড়ামণি সড়কে নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী আমিরুজ্জামান। এসময় তিনি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর অনুরোধে পরিদর্শন করে ব্রিজটি ২২ মিটারের স্থলে ২৮ মিটার দীর্ঘ,প্রস্থ ২৮ ফুটের স্থলে ২৪ ফুট করে গার্ডার ব্রিজ নির্মাণের জন্য নতুনভাবে ডিজাইন রিভাইজড করে। এতে সরকারের অনেক টাকা সাশ্রয় হওয়ার পাশাপাশি ব্রিজটি জনগণের ব্যবহারের জন্য উপযোগী হবে জানালেন তিনি। ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ৮৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। গত ২ এপ্রিল স্থাণীয় সংসদ সদস্য আনুষ্টানিকভাবে ব্রিজটি নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজাইন ইঞ্জিনিয়ার সদর দপ্তর প্রদীপ মন্ডল,উপজেলা ইঞ্জিনিয়ার মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী,প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রান্তি হরণ রায়,বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী,চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন,আ’লীগ ফরিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।