১৩ এপ্রিল ২০২২ বুধবার সকাল ১০ টায় ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, (DYDF) ঝালকাঠি জেলা শাখার আয়োজনে ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী শপথ অনুষ্ঠান করা হয়েছে। ঝালকাঠির তরুন শিক্ষাথ্ীদের মাদক থেকে মুক্ত রাখতে এই ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
শপথ পাঠ ও আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউন্সিলর হুমায়ুন কবির সাগর, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশ, বিশেষ অতিথি ছিলেন ধ্রুবতারা বরিশাল বিভাগের সভাপতি কিশোর চন্দ্র বালা, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান হাবিল, সংগঠনের উপদেষ্টা ও ঝালকাঠি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, মুঃ আল আমিন বাকলাই, ছবির হোসেন, মোঃ হাসান মাহমুদ, বক্তরা মাদকের কুফল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করেন এবং মাদকের ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে সকলকে সচেষ্ট থাকার আহবান করেন। আলোচনা সভার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাকিল হাওলাদার রনি
উক্ত মাদক বিরোধী শপথ অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সদস্যবৃন্দরা অংশগ্রহণ করেন।