জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ বরকল ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ১২ এপ্রিল ভোর রাতে এ ঘটনা ঘটে। এসময় পরিষদে থাকা গুরুত্বপূর্ণ ফাইল পত্র তছনছ করে, এবং পরিষদের আসবাবপত্র ভাঙচুর ও দুটি আইপিএস ব্যাটারি নিয়ে যায়। স্থানীয় পরিষদের পাশে বাড়ী বদিউল আলম জানান,গত সোমবার রাত ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ এলাকায় কিছু লোক ঘুরাঘুরি করতে দেখা যায়। রাত ২ টার দিকে সেহরী খাওয়ার জন্য উঠলে গভীর রাতে পরিষদের দরজা খোলা দেখে কাছে গিয়ে দেখি দরজা ভেঙ্গে কে বা কারা পরিষদে ঢুকে ভাঙচুর চালিয়ে কাগজপত্র তছনছ করে দেয়। তিনি ঐ পরিষদের চকিদার বদিউল আলম আনসারকে বিষয়টি অবহিত করলে,চকিদার পরিষদ এসে দেখার পর জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে সমেবেত হন। চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরীর বলেন,পরিষদের রাতের আঁধারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, রাতের আঁধারে বরকল ইউনিয়ন পরিষদ ভাঙচুর বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।