অরুন নাথ,পটিয়াঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার বিকেল ৪টায় পটিয়ার শান্তিরহাট স্বনামধন্য এক রেষ্টুরেন্টে বাংলাদেশ মানবাদিকার কাউন্সিল পটিয়া উপজেলা শাখার অায়োজনে সাংগটনিক কর্ম দক্ষতা অারো গতিশীল করার লক্ষে মানবাদিকার কাউন্সিল পটিয়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ মোজাম্মেল হোসেন রাজধন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদাক বদিউল আলম তুষার এর সঞ্চালনায় এক অালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাদিকার কাউন্সিল চটগ্রাম বিভাগের সাবেক প্রধান সম্বয়ক জনাব জাফর ইকবাল। তিনি বক্তব্য কালে বলেন মানিবাদিকার কাউন্সিল এর মূল লক্ষ্য মানুষের কল্যানে এগিয়ে অাসা। সেই ধারায় অগ্রনি ভূমিকায় সাড়া দেশে মানুষের কাজ করে সংগটনের সুনাম অর্জন হয়েছে ।সেই ধারায় নেতৃবৃন্দদের কটোর ভূমিকা গ্রহন করে সংগটনকে পটিয়া উপজেলায় অারো গতিশীল করতে হবে।নিজেদের মধ্যে ভাতৃত্ববোধের বন্ধনে মানুষের কল্যাজনক কাজ করার সাহসী ভুমিকায এগিয়ে যেতে হবে এসব অারো কথা বলেন অনুষ্টানের প্রধান অতিথি ও
বক্তারা।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক অাজকের পত্রিকার সম্পাদক জনাব অাবছার উদ্দিন অলি।বক্তব্য রাখেন সংগটনের সহ-সভাপতি হাজী শফিকুর রহমান,বন্কিম চন্দ্র ধর,যুগ্ম সাধারন সম্পাদক বাবু বিভূতি শীল।অারো উপস্হিত ছিলেন সংগটনের সাথে জড়িত দায়িত্বশীল ব্যক্তিত্ব ডাঃ অজিত দেব নাথ,পন্ডিত লায়ন শংকর
আচার্য্য,বাবু সুমন দাশ,শিক্ষক অাব্দুল অাজিজ,মোঃ এসকান্দর,বাবু দিপকর মজুমদার,মোঃ শাহাজাহান খুকু,মোঃ নরন্নবী,মিসেস স্বপ্ন নাথ,মোঃ মন্সুর আলম,মেম্বার শওকত অাকবর,মোঃ ইলিয়াছ,মোঃ জালাল আহমেদ,মোঃ জামাল উদ্দিন,মোঃ মোরশেদ,মোঃ এরশাদ প্রমুখ।
উল্লেখ্য অনুষ্টানের উপস্হিতি এবং হাফেজ আবু ছিদ্দিক এর দোয়া ও মোনাজাত মধ্য দিয়ে ইফাতার শুরু হয়ে সম্পন্ন হয়।