ইসলামের ‘প্রথম মসজিদ’ মসজিদে কুবাকে সম্প্রসারণ করা হবে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা দিয়েছেন, মুহাম্মদ (সা.) কর্তৃক নির্মিত এ মসজিদটিকে ১০ গুণ বড় করা হবে। ২০১৮ সালে সৌদি আরব কর্তৃপক্ষ ১৩০টি ঐতিহাসিক মসজিদ পুননির্মাণের নির্দেশ দিয়েছিল, এটি তারই অংশ। খবর আরব নিউজ।খবরে বলা হয়েছে,বর্তমানে মসজিদটিতে নামাজের জায়গা আছে পাঁচ হাজার বর্গমিটার, পুরো জায়গাটির ব্যাপ্তি ১৩ হাজার ৫০০ বর্গমিটার। এতে এখন ২০ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। সম্প্রসারণের পর এটি ৫০ হাজার বর্গ মিটার পর্যন্ত বিস্তৃত হবে। তখন এই মসজিদের মুসল্লি ধারণক্ষমতা হবে ৬৬ হাজার। পুনর্নির্মাণ করা হলেও এতে মসজিদের স্থাপত্যশৈলী ও এর নিকটবর্তী অন্যান্য স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণ করা হবে। কুবা মসজিদ মসজিদে নববি থেকে ৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, যা প্রথম হিজরি বা ৬২২ সালে নির্মিত হয়েছিল।
প্রচলিত আছে, হজরত মুহাম্মদ (সা.) প্রায় সময়ই কুবা মসজিদে, বিশেষ করে শনিবারে নামাজ পড়তে আসতেন। সাহাবিদেরও তিনি এর অনুসরণ করতে বলতেন। মসজিদটি সম্পর্কে একটি হাদিসে বলা হয়েছে, নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি এই ঘরে অজু করে একবার নামাজ আদায় করবে, সে এক ওমরার সমতুল্য সওয়াব পাবে। এ কারণেও মুসলমানদের কাছে মসজিদটির যথেষ্ট ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।খলিফা ওমর ইবন আল-খাত্তাব ও ওসমান বিন আফফানের যুগে মসজিদটি সংস্কার করা হয়েছিল। এরপর ১০৫৭, ১১৭৭, ১২৯৩, ১৩৫৫, ১৪৬২ ও ১৫০৩ সালসহ নানা সময়ে মসজিদটির সংস্কার করা হয়েছে।স্থপতি আবদুল হক আল-উকবি মসজিদে কুবার সম্প্রসারণ সম্পর্কে বলেন, এটা কেবল মুসল্লি ধারণক্ষমতা বাড়তে নয় বরং সম্প্রসারণের ফলে এর সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্যও নিশ্চিতভাবে বাড়বে। দর্শনার্থীরা এখন মসজিদের চারপাশে ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য ৫৭টি স্থান সম্পর্কেও জানতে সক্ষম হবেন।