অরুন নাথ,পটিয়াঃ
সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সংগটনের ১৭টি ইউনিয়ন আওমীলীগের কর্মী ও নেতৃবৃন্দদের নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে পটিয়া কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম.সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বক্তব্য প্রদান কালে উপস্হিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন সংটনে পদ-পদবী নিয়ে বসে থাকলে হবেনা।এলাকায় এলাকায় গিয়ে জনসাধারনে সাথে সম্পৃক্ত হয়ে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন নিজ নিজ এলাকার মানুষের মাঝে তুলে ধরে প্রচার করতে হবে।আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত’কে শক্তিশালী করতে পটিয়ায় উপজেলা,পৌরসভা, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত আওয়ামীলীগ ও অঙ্গসংটনের নেতা কর্মীদের এখন থেকেই প্রস্তুতি গ্রহন করতে হবে এসব আরো কথা বলেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুর ইসলাম চৌধুরী,জেলা নেতা বাবু প্রদীপ দাশ,ডাঃ তিমির বরন চৌধুরী,বিজন চক্রবর্ওী,পৌর মেয়র আইয়ুব বাবুল,মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু,উপজেলা আ,লীগ নেতা আবু ছালে চৌধুরী,আব্দুল খালেক,নূর-উর রশিদ চৌধুরী এজাজ,খৃষি বিশ্বাস,এড.বেলাল উদ্দিন,চেয়ারম্যান এম এ হাশেম,আমিনুল ইসলাম খাঁন টিপু,মাহবুবুল আলম,পৌর আ,লীগ সভাপতি আলমগীর আলম,সাধারন সম্পাদক নাছির উদ্দিন,সাবেক চেয়ারম্যান ছৈয়দ,উপজেলা যুবলীগের আহব্বায়ক হাছান উল্রা চৌধুরী,যুগ্ম আহব্বায়ক ইমরান উদ্দিন বশির,ছাত্রলীগ নেতা নাজমুল করিম শারুন সহ আরো উপজেলা, ইউনিয়ন,পৌর আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগনেতৃবৃন্দ প্রমুখ
সভা শেষে দোয়া-মোনাজাত মাহফিল অনুষ্টানের মধ্য দিয়ে ইফতার শুরু এবং সভা সম্পন্ন হয়।