অরুন নাথ,পটিয়াঃ
সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল এর পক্ষ থেকে পটিয়া বঙ্গবন্ধু পরিষদ ও পটিয়া শাপলা কুড়িঁর আসর এর যৌথ ব্যবস্হাপনায় পৌর সদরের গাজী কনভেনশন হল সেন্টারে রমজানের তাৎপর্য শীর্ষক এক অালোচন সভা ও ইফতার মাহফিল মেয়র আইয়ুব বাবুল এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে আলোচনা অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী,চটগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী,দক্ষিন জেলা আ,মীলীগের সাংগটনিক সম্পাদক বাবু প্রদীপ দাশ,উপজেলা আ,মীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম.সামশুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামশুদ্দীন, দক্ষিন জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম.টিপু সোলতান চৌধুরী,উপজেলা আ,মীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক হারুনূর রশিদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ার ডাঃ তিমির বরন চৌধুরী,সহকারী পুলিশ সুপার পটিয়া সার্কেল অাতিকুর রহমান,ওসি রেজাউল করিম মজুমদার,মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু।
এ সময়ে আরো উপস্হিত ছিলেন আলম ষ্টীল গ্রুপের চেয়ারম্যান সামশুল আলম, চটগ্রাম শাপলা কুড়িঁর আসরের সহ-সভাপতি মামুনুর রশিদ তরফদার,
পটিয়া বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি সৈয়দ নুরুল আবছার,শাপলা কুড়িঁর আসর দক্ষিন জেলা নেতা কামরুল ইসলাম বাবু,
কাউন্সিলর গোফরান রানা,সরোয়ার কামাল রাজীব,শেখ সাইফুল ইসলাম,গিয়াস উদ্দিন অাজাদ,শফিউল আলম,ইয়াছমিন আকতার,ফেরদৌস বেগম,চেয়ারম্যান বখতেয়ার উদ্দিন,আমিনুল ইসলাম খাঁন টিপু,কারা পরিদর্শক আব্দুল হান্নান,পৌর আ,মীলীগ সভাপতি আলমগীর আলম,সাধারন সম্পাদক এম এন এ নাছির উদ্দিন,পৌর শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম,সাধারন সম্পাদক মোজাম্মেল হক মিটু প্রমুখ
উল্লেখ্য সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্টানের মধ্য দিয়ে ইফতার শুরু হয়ে সম্পন্ন হয়।