[নিজস্ব প্রতিনিধি]
জেদ্দায় বসবাসরত প্রবাসীদের প্রিয় সংগঠন বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমিতি জেদ্দার উদ্যোগে গতকাল রোলস এন্ড কাবাব রেস্টুরেন্ট এর হলরুমে বিশিষ্ট জন ও সাধারণ নাগরিকদের কে নিয়ে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সিয়াম সাধনার উপর রোজার গুরুত্ব ফজিলত সহ রোজা কায়েম করার বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে বয়ান রাখেন মাওলানা নজরুল ইসলাম রাকিব।
অতঃপর প্রবাসী সমাজ এবং বাংলাদেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
ইফতারের পর সংক্ষিপ্ত আলোচনা সভা সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আশ্রাফ আলীম।
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায়।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কন্সুলার প্রথম সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম।
প্রধান মেহমান ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেদ্দার রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ শামসুল হুদা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক মাসুদ সেলিম চৌধুরী।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন মোঃ সাখাওয়াত ও সদস্য সচিব আল মামুন শিপন।
বিশেষ অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ইউসুফ খান,দেলোয়ার হোসেন আবদুল মালেক, বিলাল হোসেন, সহ-সভাপতি দিদার উদ্দিন রাজু,মমিনুল ইসলাম পাপন, সদস্য নিজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার মিজান,মাসুদ সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জামাল রহমান ও জেদ্দায় অবস্থিত সকল কমিউনিটি সিনিয়র ব্যক্তিবর্গ সহ অনেকেই।
সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান ও অর্থ সম্পাদক ওয়াসিম কবির।
ইফতার মাহফিলে অংশগ্রহণ করে অতিথিরা নোয়াখালী সমিতি জেদ্দার মানবিক কর্মকাণ্ডের ভুয়সি প্রশংসা করেন।
পরিশেষে সমিতির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ আলিম।