অলীকুল সম্রাট,সুলতানুল আরেফীন,খাতেমুল আউলিয়া,মুজাদ্দিদে আখেরুজ্জামান,মুছলিহ আজম,গাউছে মুখতার,হযরতুল আল্লামা শাহ্ আবদুল মালেক আল -কুতুবী মহিউদ্দীন আ’জমী (রাহ:)বাবাজান কেবলার ফাতিহা শরীফ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চন্দনাইশ থানা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল গতকাল ২১ এপ্রিল বাদে আসর গাছবাড়িয়া খানহাটস্হ খানকাহ শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হাজী আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় দৈনিক নয়া দিগন্ত পটিয়া ও চন্দনাইশ প্রতিনিধি এস এম রহমান,মো.জাহাঙ্গীর আলম চৌধুরী’র সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যথাক্রমে,অত্র কমিটির সাধারণ সম্পাদক ওস্তাদ আবু সৈয়দ চৌধুরী (আবু),সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী আবদুল লতিফ সওদাগর,আবদুল অদুদ চৌধুরী,কবির আহমদ,কালু সওদাগর,হারুন সওদাগর,জসিম উদ্দীন সওদাগর,মো.ইলিয়াস চৌধুরী বাঁশী,আনু মিয়া সওদাগর,সরওয়ার উদ্দিন,আব্দুস সালাম, কোরবান আলীসহ অনেক প্রবীণ দরবারী উপস্থিত ছিলেন। পরে জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।