অরুন নাথ,পটিয়াঃ বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)পটিয়া শাখার আয়োজনে দুইদিন ব্যাপী কৃষি অফিস মিলনায়তনে নারী দল সদস্যদের কৃষিতে নারীর দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন ব্যবসায় আয় সৃজনমূলক এক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়।
এ প্রশিক্ষন কর্মশালা গতকাল ২৩শে এপ্রিল শনিবার শুরু হয়ে ২৪শে এপ্রিল রবিবার সম্পন্ন হয়।
এ উপলক্ষে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী মাজেদা বেগম শিরু, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ কল্পনা রহমান, বাংলাদেশ নারী প্রগতি সংঘ চটগ্রাম কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা এস.এম.এরশাদুল করিম,কর্মসূচী সংগটক মোঃ আব্দুল করিম সহ নারী দলের সদস্যরা।
উল্লেখ্য প্রশিক্ষন কর্মশালার শেষ দিনে ২৮ জন নারীকে কৃষি উপকরন সার, বীজ, ক্রয়ের জন্য প্রতি জনকে চার হাজার টাকা করে নগদ সহায়তা করা হয়।উক্ত নগদ টাকা নারীদের হাতে এক এক করে হাতে তুলে দেন অনুষ্টানের অতিথিরা।