অরুন নাথ,পটিয়াঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য
কালে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি বলেছেন কলম সৈনিকরা রাষ্ট্র ও সমাজের দর্পন।সাংবাদিকদের লেখনিতে দেশের কল্যানের কোনো বিকল্প নেই।
সাংবাদিকরা সমাজের বিভিন্ন বিষয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখনির মাধ্যমে জনগণের সম্মুখে নানান চিত্র তুলে ধরতে হবে। কিন্তু নিজেদের ব্যক্তিগত স্বার্থের আক্রোশ, মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করুণ।এ সময়ে উপস্হিত
ছিলেন পটিয়ার সাংবাদিক ও মিডিয়া সেন্টারের নেতৃবৃন্দরা। তিনি মিডিয়া সেন্টারের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি মধ্যে একটি কম্পিউটার,স্ক্যানার সহ একটি প্রিন্টার প্রদান করেছেন।
তিনি ২৫ এপ্রিল সোমবার পটিয়া খাসমহলস্থ প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন শেষে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কালে এসব আরো কথা বলেন। পটিয়া কলেজ কনফারেন্সে হলে আয়োজিত সভা ও ইফতার মাহফিলে প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোতাহারুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল,পটিয়া
সরকারী কলেজ অধ্যক্ষ মোজাম্মেল হক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী, বিএফইউজে সহ সভাপতি শফিউল আলম, জেলা আওয়ামী লীগ নেতা বিজন চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু,তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাশ,বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, বেলাল উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক, আওয়ামীলীগ সভাপতি আলমগীর আলম,
সাধারন সম্পাদক এম এন এ নাছির,অর্থ সম্পাদক দেবাশীষ দাশ দীপক,স্বাস্হ্য কর্মকর্তা সব্য সাচী নাথ,
সহ সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিক, ধর্মীয় ও মিডিয়ার বিভিন্ন সংগঠনের গর্ণ্যমান্য ব্যক্তিবর্গ ও পটিয়া, বোয়ালখালী ও চন্দনাইশ উপজেলার সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।