ইন্দুরকানী পিরোজপুর থেকে কামরুল ইসলামঃ
জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজকে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক পদে মনোনিত করায় ইন্দুরকানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরানো আওয়ামীলীগ অফিসের সামনে এক পথসভার মাধ্যমে শেষ হয়। যুবলীগের যুগ্ম-সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক,সাধারন সম্পাদক শাহীন গাজী,১নং পাড়েরহাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শাওন তালুকদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির,স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোয়াজ্জেম হোসেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ. লীগের সভাপতি কবির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জননেতা মহিউদ্দিন মহারাজকে জেলা পরিষদের প্রশাসক করায় পিরোজপুরবাসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। আমরা ভবিষ্যতে পিরোজপুর-২ আসন থেকে মহারাজ ভাইকে সংসদ সদস্য পদে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে দেখতে চাই।