“এসো সবে মিলি এক সনে পুরনো দিনের স্মৃতি রোমন্থনে, কোলাহল আলাপনে মুখর হয়ে সুখ খুঁজি ফের প্রিয় প্রাঙ্গণে” এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খান দীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
৫ মে (বুধবার) সকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল ওয়াহেদ মাষ্টারের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মূল ফটক থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় মাঠে এসে মিলিত হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
এরপর প্রাক্তন শিক্ষার্থী পূনর্মিলনী পরিষদের আহ্বায়ক ডা.মো: নুরুন নবী’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: নজরুল ইসলাম চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো: আবদুল জব্বার চৌধুরী।
সংবর্ধিত অতিথি কৃতি শিক্ষার্থী সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন,সিআইপি মো: জাফর আলী, ডা: মোহাম্মদ আনোয়ার, প্রাক্তন শিক্ষক নুরুল হক মাস্টার। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিবলী,কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনজামামুল হক জসিম,চট্টগ্রাম রেলওয়ে কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন,অফিসার ইনচার্জ বাংলাদেশ পুলিশ মাহাবুবুল কবির,মাইনুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গাছবাড়িয়া মমতাজ অলি বালক বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ পূর্ণমিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব মো: আমজাদ হোসেন,সাতবাড়িয়া ইউনিয়ন আ’লীগের আহবায়ক অধ্যাপক আবদুল আলিম,সিরাজুল ইসলাম সওদাগর,অধ্যাপক মোহাম্মদ আলী,নজরুল ইসলাম আনোয়ার,বিকাশ চন্দ্র দে,মোঃ কুতুব উদ্দিন,শাহাবুদ্দিন রাসেল,নাজিম উদ্দিন প্রমুখ।
এছাড়া ব্যাচভিত্তিক পরিচিতি ও বিদ্যালয়ে অধ্যায়নকালীন সময়কার স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্রছাত্রীরা। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।