চট্টগ্রামের চন্দনাইশ ঐতিহ্যবাহী শতবর্ষী চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ মে (বুধবার) সকালে বিদ্যালয়ের মূল ফটক থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় মাঠে এসে মিলিত হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়।
এরপর প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি ডা. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: নজরুল ইসলাম চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মো: আবদুল জব্বার চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার অত্র বিদ্যালয়ের সভাপতি নাছরীন আক্তার,থানা অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়টির সাবেক সভাপতি মো: আবদুল কাইয়ুম চৌধুরী।
প্রাক্তন শিক্ষার্থী সরোয়ার আহসান ও গাজী আকবর হোসেনের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ প্রাক্তন শিক্ষক কুমকুম চৌধুরী,প্রাক্তন ছাত্র মাহমুদুর রহমান,এম এ হাশেম রাজু,মাহবুবুল আলম চৌধুরী,অরুপ রতন চক্রবর্তী,অধ্যাপক তৈয়বুর রহমান প্রমুখ।
পরে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া ব্যাচভিত্তিক পরিচিতি ও বিদ্যালয়ে অধ্যায়নকালীন সময়কার স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্রছাত্রীরা। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।