তাজ চৌধুরী, স্টাফ রিপোর্টার
দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশের মাদক অভিযানের ভিত্তিতে ৬ই মে রাতে চিরিরবন্দর থানা পুলিশের অভিযানে রাজাপুর আদিবাসী পাড়া গ্রামের আবদুল মাবুদ এর ছেলে মাদক ব্যবসায়ী মুক্তারুল ইসলাম (২১) কেন১১০ (একশত দশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করেছেন।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়া গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোস্তাক হোসেন, আজহার আলী, রাশেদুল হক রাসেল, আব্দুস সালাম ও লালচান বাদশাকে বিন্যাকুড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে গ্রেফতারকৃত সকল আসামিকে প্রিজনার ভ্যান এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই বিষয়ে চিরির বন্দন থানার ইনচার্জ বজলুর রশীদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এই ধরনের অভিজান অব্যাহত আছে এবং থাকবে।
এই বিষয়ে চিরির বন্দরের স্থানীয় সাংবাদিক ফজলুল হকের সাথে কথা বললে তিনি বলেন, চিরির বন্দরে অফিসার ইনচার্জ বজলুর রশীদ আসার পর থেকেই আইনশৃঙ্খলার উন্নয়ন সহ সকল বিষয়ে সফল ভাবে উন্নয়ন হয়েছে।