অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
গত কাল শুক্রবার (৬ই মে) বিকেলে চটগ্রামের পটিয়ার ঐতির্য্যবাহী শিক্ষা প্রতিষ্টান মনসা স্কুল এন্ড কলেজ কনফারেন্স হল প্রাঙ্গনে প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী,
শিক্ষা সামগ্রী বিতরন ও বর্ণাঢ্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান আয়োজন উপলক্ষে এক আলোচনা সভা মনসা স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র ফোরাম এর সভাপতি নুরুর রশিদ ছিদ্দিকীর সভাপতিত্বে এবং সচিব আজম খাঁন এর সঞ্চালনায় অনুষ্টিত হয়।
এতে অনুষ্টানে উদ্ভোধক হিসেবে ছিলেন মনসা স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির সভাপতি হাসনাত মোহাম্মদ আবু ওবাইদা মার্শাল।প্রধান অতিথি ছিলেন সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগ উপ-সচিব খোরশেদ আলম খাঁন।বিশেষ অতিথি ছিলেন ঐ শিক্ষা প্রতিষ্টানের আজীবন দাতা সদস্য আলহাজ্ব আবু মোহাম্মদ,অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম ফারুকী,খলীলুর রহমান কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব।
আরো উপস্হিত ছিলেন প্রাক্তন ছাত্র সাবেক ছাত্রলীগ নেতা আবু সাদাত মোঃ সায়েম,উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কোরবান আলী,মোঃ বেলাল,শফিকুল অালম মাষ্টার, নজরুল ইসলাম খোকা,মোঃ রাফি,মোঃ শহিদুল অালম সহ অারো অন্যান্য প্রাক্তন ছাত্র-ছাত্রী প্রমুখ।
উল্লেখ্য সভায় বক্তরা বলেন ১৯৪৭ সালে ঐতির্য্যবাহী এই শিক্ষা প্রতিষ্টান স্হাপিত হওয়ার পর এ প্রতিষ্টান থেকে শিক্ষাবর্ষ শেষ করে উচ্চ শিক্ষা অর্জন করে পেশাজীবি চাকুরি নিয়ে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সমাসীন।এ ছাড়া রাজনৈতিক ও বে-সরকারি প্রতিষ্টানে অনেকে বিভিন্ন পেশায় উচ্চ পর্যায়ে কাজ করে জীবিকা নির্বাহ করছে।যার কারনে প্রাক্তন ছাত্র বাংলাদেশ সরকারের উপ-সচিব খোরশেদ অালম খাঁর এর ব্যক্তিগত অনুপ্রেরনায়-২০১৯ সালে মনসা স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম গটিত হয়।এরপর থেকে বিশেষ বিশেষ দিনে সবাই এক জায়গায় মিলিত হয়ে বিভিন্ন শিক্ষা মূলক কর্মসূচী গ্রহন করে সংগটনের ধারাবাহিক কার্যক্রম চলমান,এভাবে কথাগুলো বলেন বক্তরা।
অারো উল্লেখ্য সভা শুরুতে অতিথিদের পুস্পিত শুভেচ্ছায় বরন,জাতীয় সংগীত পাট,সম্মাননা স্মারক,শিক্ষা সামগ্রী বিতরন মধ্য দিয়ে সভা শুরু হয়।এর পরবর্তী সময়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের পর প্রীতিভোজে অনুষ্টান সম্পন্ন হয়।