তাজ চৌধুরী স্টাফ রিপোর্টার
সকল মা-কে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব ”মা” দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার সকালে খানসামা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এছাড়াও মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নারীনেত্রীবৃন্দ।