আলহাজ্ব হযরত শাহ আব্দুল মতিন (রহ.) কন্যা শাহ এর মাজার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব শাহ আজমল আলীর মৃত্যু বার্ষিকীতে গিলাফ ছড়ানো, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ মে শুক্রবার বাদ জুম্মা শাহ-পরান খাদিমনগর পীর মঞ্জিলস্থ মাজার শরীফে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
আলহাজ্ব শাহ আজমল আলীর রূহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট নগরীর কদমতলী মাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
এ সময় উপস্থিত ছিলেন বর্তমান খাদিম আনছার আলী সহ কয়েক শত ধর্ম প্রাণ মুসলমান।