তাজ চৌধুরী স্টাফ রিপোর্টার
দিনাজপুরে শব্দশরের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৯ মে সোমবার দিনাজপুর শিল্পকলা একাডেমিতে শব্দশরের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শব্দশরের সভাপতি কবি বাবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শব্দশরের প্রধান উপদেষ্টা মনোরঞ্জন শীল গোপাল এমপি। আলোচক বীরগঞ্জ সরকারি কলেজ এর অধ্যক্ষ ড. মাসুদুল হক ও দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো: লাল মিঞা। স্বাগত বক্তব্য রাখেন, শব্দশরের সহসভাপতি কবি বাসব রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন, শব্দশরের সম্মানিত সহসভাপতি পঞ্চগড়ের কবি মোঃ শফিকুল ইসলাম, বিশিষ্ট ঔপন্যাসিক লায়লা চৌধুরী এবং সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবিউল আউয়াল খোকা।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, কবি বিধান দত্ত, কমল কুজুর ও সাবিনা ইয়াসমিন ইতি। অলঙ্করনে ছিলেন, কবি নিরঞ্জন হীরা।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনাজপুরের সংগীতশিল্পী ও আবৃত্তিকারগণ মনোজ্ঞ রবীন্দ্র সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।