জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে বিশেষ অভিযান পরিচালনা করে ননজিআর,সিআর সাজা ও নিয়মিত মামলার আসামীসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
১০ মে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,বরমা পশ্চিম কেশুয়া এলাকার মো.বাহার মিয়া প্রঃ বাহার সওদাগর (৪৮),হাশিমপুর খাঁন বটতল এলাকার জাবেদুল ইসলাম মিঠু,গাছবাড়ীয়া এলাকার মেজবাহ উদ্দিন,বরকল কানাইমাদারী এলাকার মো.পারভেজ (৩০)। আটককৃতদের ১০ মে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।