তাজ চৌধুরী স্টাফ রিপোর্টার
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রাণকেন্দ্র গ্রামীণ শহর রাণীরবন্দরে দীর্ঘ ২৩ বছর পর আদালতের নির্দেশে পৈতৃক জমি ফিরে পেলেন ১নং নশরতপুর ইউনিয়নের ও নশরতপুর গ্রামের বালা পাড়ার
মহুরুম সিদ্দিক হোসেনের পুত্র সার ব্যবসায়ী মোঃ মতিয়ার রহমান ও ভাই কৃষক মোঃ আতিয়ার রহমান দুলাল।
জবর-দখল করে নশরতপুর গ্রামের মাছুয়া পাড়ায় ৬ থেকে ৭ টি বাড়ি দীর্ঘ দিন ধরে ছিলো। জবর দখলে বাড়ি গুলো থাকায় দীর্ঘদিন এ নিয়ে আদালতে মামলাও চলে।
কিন্তু আদালতের বিচারক জমির কাগজপত্র দেখে জমির মালিক মোঃ মতিয়ার রহমান ও মো. আতিয়ার রহমান দুলাল কে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।
তারই পরিপ্রেক্ষিতে ১১ মে নশরতপুর গ্রামের মাছুয়াপাড়ায় আদালতের নির্দেশ ক্রমে চিরিরবন্দর থানার পুলিশের সহযোগিতায় ও উপস্থিত থেকে মোঃ মতিয়ার রহমান ও মো. আতিয়ার রহমান দুলাল কে জমি বুঝিয়ে দেন।
আদালতের কর্মকর্তা ও থানা পুলিশের উপস্থিতিতে প্রকৃত জমির মালিক কে সাড়ে এগারো শতক জমি বুললড্রুজার ও ঢোল বাজিয়ে লাল পতাকা লাগিয়ে জমি’র মালিক কে সিমানা নির্ধারণ করে জমি বুঝিয়ে দেন। জমির পরিমাণ দৈর্ঘ্য- ৩৬ মিটর এবং প্রস্থ- ১৫ মিটার।