জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ঐতিহ্যবাহী বরমা কলেজের অভিভাবক নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
১৭ই মে (মঙ্গলবার) সকালে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার ও কলেজ অধ্যক্ষ মো:জাহাঙ্গীর আলমের (প্রিসাইডিং অফিসার) উপস্থিতিতে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসময় ভোটগ্রহণে গণনা দায়িত্বে ছিলেন মো: আলী (সহকারী প্রিসাইডিং অফিসার) মো: আবুল মনসুর,মো: রবিউল ইসলাম (পোলিং এজেন্ট) দেবানন্দ বসু,কামরুল হাসান ও হোসেন আলী, চন্দনাইশ থানা পুলিশ এসআই হিরু বিকাশ, এএসআই ছোটন রায়, নিতেন চাকমা, রিনাল চাকমা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো:খালেদুর রহমান, মো:মোরশেদ,মো:মাহফুজুর রহমান ও আশিকুল ইসলাম।
সর্বমোট ৯ জন অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বেলা বাড়ার সাথে সাথে কলেজের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত থাকে সারিবদ্ধ ভাবে ভোট প্রদান করেন।
ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল কর্মকর্তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন এ সময় মো:লোকমান হাকিম ১৪৪ ভোট পেয়ে প্রথম,মো:সাইফুদ্দিন মিন্টু ১৩১ ভোট পেয়ে দ্বিতীয় ও জসীম উদ্দিন ১১৭ ভোটে তৃতীয় স্থান অধিকার করে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন।