ইসমাইল হোসেন চৌধুরী
মহানগর প্রতিনিধি (চট্টগ্রাম)
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম বলেছেন, ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যদি দেশের মাটিতে ফিরে না আসতেন, তাহলে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার চেতনা আর থাকতো না।এদেশ পরিচালিত হতো পাকিস্তানী ভাবধারায়। তিনি ফিরে এসেছিলেন বলেই স্বাধীনতার চেতনা আজও উজ্জীবিত। কেবল তাই নয়, তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে একটি রোল মডেল রাষ্ট্র।
আজ মঙ্গলবার (১৭ মে) বিকেলে নগরীর নিউমার্কেটস্থ দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোঃ মঈনুদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো: আতাউর রহমান, সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, উপ-দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু, মোঃ সেলিম উদ্দিন, আখতার হোসেন খান, গোলাম রব্বানী, ডাঃ নুর উদ্দিন জাহেদ, সাহেদ সরোয়ার শামীম, মনজুর মোর্শেদ ফিরোজ, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদিকা এড. বাসন্তী প্রভা পালিত, সৈয়দা রিফাত আকতার নিশু, মস্যজীবী লীগের হারুন-উর-রশীদ প্রমুখ।