[পটিয়া প্রতিনিধি ]
পটিয়া উপজেলার অন্তর্গত ১৩ নং দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের জাতীয়তাবাদী দল বি এন পির দ্বি বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়। নুরুল আকতার মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত, সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার জনতার এম পি, পটিয়া বি এন পির আহবায়ক জননেতা আলহাজ্ব এনামুল হক এনাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার রাজপথ প্রিয় আন্দোলনের সংগ্রামী নেতা পটিয়া বি এন পির আহবায়ক কমিটির সদস্য সচিব জনাব খোরশেদুল আলম খোরশেদ ভাই।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক বিন্দু যথাক্রমে জননেতা মফজল আহমেদ চৌধুরী, মনির আহমেদ সেলিম,মোহাম্মদ সাইফুদ্দিন ভাই, মোহাম্মদ কামাল উদ্দিন ভাই। এতে উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ ও বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জনতার এম পি এনামুল হোক এনাম ভাই বলেন এই সরকার মেগা প্রকল্প হাতে নিয়েছে মেগা দূর্নীতি করার জন্য তার একমাত্র উদাহারন পদ্মা সেতু। দেশ হাজার কোটি টাকার পদ্মা সেতু চুয়াল্লিশ হাজার কোটি টাকায় সমাপ্ত করে হাজার হাজার কোটি টাকা দূর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে এ-ই দুর্নীতির মূলোৎপাটন করা হবে এবং জনগনের কাছে প্রকাশ করা হবে।খুর শীগ্রই বাংলার জনতা রাস্তায় নেমে আসবে আর শ্রীলঙ্কার দূর্নীতিবাজ মহেন্দ্র রাজাপাকসে সরকারকে যে ভাবে সেই দেশের জনগন বিতাড়িত করেছে বাংলাদেশের জনগন ও এ-ই ভোটার বিহীন অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে উৎখাত করবে এবং তাদের এম পি মন্ত্রীদের রাস্তায় রাস্তায় তাড়া করবে ইনশাল্লাহ। সভা শেষে দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন বি এন পির একটি আন্দোলন মুখি কমিটি গঠন করা হয় যথাক্রমে নুরুল আকতার মেম্বারকে সভাপতি ও নুরুল আবচার কে সাধারন সম্পাদক করে। নব নির্বাচিত কমিটিকে সবাই অভিনন্দন জানান।