মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে ভাইস চ্যান্সেলর সচিবালয় কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডঃ মোঃ সাজ্জাদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডঃ মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ডঃ ফেরদাউস জামান, কমিশনের আইএমটিসি বিভাগের পরিচালক মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া, সিএসই অনুষদের প্রফেসর ডঃ এস এম তাওহিদুল ইসলাম প্রমুখ।