চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় বিবাদমান দুই ডাকাত দলের মধ্যে বনভূমি দখল বেদখলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে প্রতিপক্ষের গুলিতে অপরপক্ষের নেতৃত্ব দেওয়া আমির হোসেন (৪২) নামের এক ডাকাত সর্দার নিহত মারা যান।
সোমবার (২৩ মে) রাত পৌন ৯টার দিকে ডুলাহাজারার মিঠাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত,আমির হোসেন(৪২) উপজেলার ডুলাহাজারা ইউপির ২নং ওয়ার্ডের পূর্ব ডুমখালী হাজীপাড়া এলাকার কবির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে-রির্জাভ বনভুমি দখল-বেদখলের আধিপত্য বিস্তার নিয়ে প্রথম দফায় ডুলাহাজারার মিঠাছড়ি এলাকায় দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।এতে গুলিবিদ্ধ হয়ে ডাকাত সর্দা আমির হোসেন নিহত হয়।
অপরপক্ষে নেতৃত্ব দেওয়া রহমান গ্রুপের সদস্যেরা দ্রুত ঘটনাস্হ ত্যাগ করে। তাদের পিছু নিয়ে নিহত আমির হোসেন গ্রুপের আরেক সর্দা হেলাল উদ্দিন সহ অন্যেরা মালুমঘাট বাজারের রেজাউলের মুদির দোকান ভাংচুর ও লুটপাট চালায়।পাশাপাশি নুরুল আলমের পানের দোকান, মিজবাহ চায়ের দোকানেও দ্বিতীয় দফা লুটপাট চালিয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানদারেরা জানান,রাত সাড়ে ৯দিকের আমাদের দোকান হামলা,ভাংচুর,লুটপাট চালিয়েছে।ডাকাতদের প্রত্যেকের হাতে স্বশস্ত্র থাকায় কেউ প্রতিরোধের সাহস করেনি।
স্থানীয়রা জানান,মালুমঘাট আইডিয়াল স্কুলের পূর্বে পাশের রির্জাভ বনভুমি দখল-বেদখলেই ঘটনা উৎস বলে জানিয়েছেন।
স্থানীয়রা আরো জানান,ঘটনার খবর পেয়ে চকরিয়ার এসপি সার্কেল,ওসি সহ একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে।সন্ত্রাসীদের ধরতে রাতভর অভিযান চালিয়েছে।
ডুলাহাজারার চেয়ারম্যান হাসানুল ইসলাম ভিডিও লাইভে এসে বলেন,আমি সন্ত্রাস ধরতে পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসেছি। আপনারা বের হয়ে আমাদেরকে সহযোগিতা করুণ।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মোঃজুয়েল ইসলাম বলেন,বিবাদমান দুই ডাকাত দলের আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে।এতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত আমির হোসেনের লাশ উদ্ধার করে।পরে ময়নাতদন্তের লাশ মর্গে পাঠানো হয়েছে।তবে নিহতের বিরুদ্ধে থানায় একাদিক মামলা রয়েছে। হত্যার বিষয়ে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে।