চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় অবস্থিত সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১ম মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন
চট্টগ্রাম মাহনগর বিএনপি’র সাংগঠনিক টিমের সমন্বয়ক, মহানগর বিএনপি’র সিনিয়র সদস্য ও ২০০৮ এর জাতীয় নির্বাচনে চান্দগাঁ -বোয়ালখালী আসনে সংসদ সদস্য পদপ্রার্থী এরশাদ উল্লাহ ।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১ম মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের বাধার প্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা এরশাদ উল্লাহ এক বিবৃতিতে বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় অর্জিত স্বাধীন বাংলার সোনালী অর্জন গণতন্ত্র, সুশাসন ও বৈষম্যহীন সমাজ আজ ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী সরকারের দূর্নীতি, অনাচার ও স্বেচ্ছাচারের হাতে অর্থহীণ হয়ে পড়েছে। আওয়ামী লীগের তল্পিবাহক নির্বাচন কমিশন এবং প্রশাসনের সহায়তায় জাতীয় সংসদ ও প্রায় সবগুলো স্থানীয় সরকার নির্বাচন কে ভোট ডাকাতির মাধ্যমে সকল প্রতিষ্ঠানিক দখল সমাপ্ত করা হচ্ছে লাজ লজ্জাহীনভাবে। একদলীয় শাসন কায়েমের মাধ্যমে রাষ্ট্রীয় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বাতিল করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জোরপূর্বক আটকে রেখে দলীয়করণকৃত প্রশাসনের সহায়তা জাতীয় সংসদ দখল ও বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আজ এ সরকার দেশবাসীর কাছে অভিযুক্ত। ভোট ডাকাতির সরকারের দলীয়করণ প্রশাসনের কাছে সুশাসনের প্রত্যাশা অমূলক হয়ে দাঁড়িয়েছে । শাসকগোষ্ঠীর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলা কিংবা লেখালেখি আজ বিরোধী দল সহ সচেতন জনগণ এমনকি সকল শ্রেণী পেশার মানুষ লেখক ও জাতির বিবেক সাংবাদিকরা পর্যন্ত প্রতিনিয়ত এদের লাঞ্চনা বঞ্ছনার শিকার । জাতির প্রত্যাশিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি এবং দেশে সুশাসনের প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসতে হবে । প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখা উচিত কোন সরকার-ই চিরস্থায়ী নয় ”
উল্লেখ্য রাঙ্গুনীয়ায় জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে বিএনপি নেতা এরশাদ উল্লাহর সাথে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাক্তন সহ-সভাপতি মো. আশারাফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মো. ইসমাইল, চান্দগাঁও ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইলিয়াছ চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।