জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলার ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও পৌর সদরে অভিযান চালিয়ে ১১ সিএনজি অটোরিকশা জব্দ ও ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩০ মে (সোমবার) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন।
চন্দনাইশ পৌরসভা ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হাশিমপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চলে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অভিযানকালে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে ১১টি অবৈধ সিএনজি অটোরিকশা জব্দ ও প্রতিটির মালিককে ২ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী
মহাসড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার বিষয়টি নিশ্চিত করেন।