জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী শেষে উপজেলার ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)গালিব চৌধুরী,স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা রুমা ভট্টাচার্য, মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, এনজিও সমন্বয়কারী নূরুল হক চৌধুরী, ইসলামী ফাউন্ডেশন উপজেলা সুপারভাইজার মাও: সৈয়দ গোলাম সোবহান,প্রশাসনিক কর্মকর্তা মেরী চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা তামাক চাষ, তামাকজাত পণ্য উৎপাদন ও ব্যবহার এবং তামাকের বর্জ্য পরিবেশের জন্য কতটা ক্ষতিকর সে বিষয় তুলে ধরেন।