ইসমাইল হোসেন চৌধুরী
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন বউবাজার এলাকায় অবৈধ ব্যাটারিচালিত রিক্সার ধাক্কায় ওমর ফারুক নামে এক শিশু নিহত হয়। শিশুটির বয়স ৬ বছর। সে স্থানীয় নুরুল কুরআন ইসলামি একাডেমি মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র।
বুধবার (০১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাবা-মা পোশাক কারখানায় চাকরি করেন। নিহত ওমর ফারুক নানীর কাছেই থাকতো।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছেন, অবৈধ ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। তবে নিহত শিশুর পরিবারের দাবি, দাঁড়িয়ে থাকা রিকশার সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পাওয়ার কারণে শিশুটি মারা যায়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো আজও সকালে ওমর ফারুক মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটি হলে বাসায় ফিরে নানীকে পরীক্ষায় পাস করেছে বলে খেলতে চলে যায়। এরপরই দৌড়ে রাস্তা পারাপার হতে গিয়ে দাঁড়িয়ে থাকা একটি রিকশায় ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ‘এই ঘটনায় আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। কিছু ফুটেজ পেয়েছি। কিন্তু ঘটনাস্থলের ফুটেজ এখনো পাইনি। পরিবারের দাবি দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে আঘাত পেয়ে শিশুটি মারা যায়। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন, চলন্ত ব্যাটারি চালিত একটি রিকশা শিশুটিকে ধাক্কা দেয়। এখন আমরা ঘটনার তদন্ত করছি। ঘটনাস্থলের ফুটেজ পেলেই আমরা নিশ্চিত হতে পারবো শিশুটি কীভাবে মারা গেছে।’