মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী
রাউজান প্রতিনিধি
গাউসিয়া কমিটি রাউজান উপজেলা উত্তর এর আওতাধীন গহিরা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল গত ৩ জুন শুক্রবার বিকাল ৩ ঘটিকা হতে গাউসিয়া তৈয়্যবীয়া তাহেরীয়া সাবিরীয়া খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলহাজ মুহাম্মদ মফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মুহাম্মদ এনামুল কবির চৌধুরী, ও প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন মোজাম্মেল।
সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফারহাদুল আবেদিন সাকিলের সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফরিদুল আলম মমতাজ বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ তানভীর আহমেদ জুয়েল।
প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উত্তরের সভাপতি ইলিয়াস নুরী, এতে প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা ইয়াছিন হোসাইন হায়দারী।
কাউন্সিল পরিচালনা করেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক কে.এম ওমর ফারুক।
বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা উত্তরের সহ সভাপতি এম. জালাল উদ্দীন চৌধুরী, সহ অর্থ সম্পাদক আবু তাহের, মাওলানা সিরাজুল ইসলাম চিশতী, আলহাজ্ব শফিকুর রহমান।
মুহাম্মদ এনামুল কবির চৌধুরী, মুহাম্মদ জাহেদ হাসান, কাজী আসিফ, ইরফাতুল আলম, সালেহীন প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন গহিরা শাখার আওতাধীন সকল ইউনিট শাখার কর্মকর্তাবৃন্দ।
শেষে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আল কাদেরীকে সভাপতি, মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন মোজাম্মেলকে সাধারণ সম্পাদক ফারহাদুল আবেদিন সাকিলকে সাংগঠনিক সম্পাদক করে ২০২২-২৪ইং পরিষদের জন্য ৫১ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।