বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওব্যাট থিঙ্ক ট্যাংক কর্ণফুলী চট্টগ্রাম, “পরিবেশ মেলার’ আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে পরিবেশবিদ এবং সদস্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জনাব: জাফর আলম প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
অধাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জনাব: ড. ইমাম হোসেন
সভাপতি এসডিজি ইয়ুথ ফোরাম জনাব: নোমান উল্লাহ বাহার
বিশিষ্ট সমাজ সেবক ও প্রাবন্ধিক লেখক জনাব: নেছার আহমেদ খান,
প্রতিষ্ঠাতা পপুলার জনকল্যান ফাউন্ডেশান এম.এ. জলিল।
অনুষ্ঠান শেষে প্রধান অথিতি শিক্ষাথীদের তৈরী পরিবেশ সম্পর্কিত স্টল সমূহ পরিদর্শন করেন এবং শিক্ষাথীদের সচেতনতার জন্য ওব্যাট নারী ক্ষমাতায়ণ প্রকল্প কর্তৃক তৈরী কাপড়ের ব্যাগ ২০০ জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
ওব্যাট হেলপার্স এর প্রোগ্রাম মেনেজার জনাব: সোহেল আক্তার খান।অনুষ্ঠানের শেষে সীতাকুন্ড অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়।