বোয়ালখালী প্রতিনিধি:
শাকপুরা চৌমুহনী সাপ্তাহিক হাটে বিদ্যুতিক তারে পৃষ্ঠ হয়ে ভাসমান মাছ ব্যবসায়ী রনি দাশ(২৫) নিহত হয়েছে বলে জানা গেছে। ৫ জুন বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। রনি পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কথা গ্রামের রঞ্জীত দাশের ৩য় পুত্র বলে জানা গেছে। বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত রনি দাশের ছোট ভাই রানা দাশ জানান- তার ভাই রনি প্রতিদিন বিভিন্ন দৈনিক হাটে মাছ বিক্রি করে। এরই ধারাবাহিকতায় সাপ্তাহিক শাকপুরা চৌমুহনী হাটে আজ দুপুরে মাছ বিক্রি করতে আসে। দুপুর ২টার দিকে শাকপুরা চৌমুহনী মাছ বাজারের তার খোলা ব্যবসা প্রতিষ্ঠানের উপর বাজার ইজারাদার পক্ষের নিয়ে যাওয়া ভাসমান বৈদ্যুতিক তারে অসাবধান বশতঃ হাত দিলে মুহুর্তে সে ঢলে পড়ে।
এ অবস্থায় অন্য ব্যবসায়ীরা তাকে উদ্ধার বোয়ালখালী হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে উপস্থিত থাকা কচুয়াই ইউপির মেম্বার পাভেল বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান- নিহতের লাশ তার নিয়ন্ত্রণে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান-সাপ্তাহিক হাটে সাধারনত বৈদ্যুতিক মটর হতে সংযোগ দেয়া হয়, আজ মনে হয় সরাসরি বৈদ্যুতিক লাইন থেকে সংযোগ দেয়া হয়েছে তাই এ ক্ষতিটি হয়েছে। যদি মটর বৈদ্যুতিক সংযোগ দেয়া হতো তাহলে এ মৃত্যুর ঘটনা হতোনা।
নিহত রনি ৪ ভাইয়ের মধ্যে ৩য়, রনি গত ৩ মাস আগে রাউজান উপজেলার কদলপুর এলাকার
টিসা দাশকে ভালবেসে বিয়ে করেছে।