মামলার বাদী মোহাঃ তুহিন ইসলাম বাবু চায়না জিও কোম্পানীতে সাইড ফোরম্যান পদে চাকুরি করেন। বাদী ও তার কোম্পানীর সাইড ইঞ্জিনিয়ার চায়না নাগরিক জনাব He xizmxu (35) সহ অন্যান্য সহকর্মীগণ ইং ০৭/০৬/২০২২ তারিখ রাত অনুমান ০০.১৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন হোসেন শহীদ সোহরাওয়ার্দী রোডস্থ আদিত এন্ড আরিশা ফার্ম নামক ফলের দোকানের সামনে রাস্তার উপর ওয়াসার পানির লাইন সংযোগের কাজ করছিল। জনাব He xizmxu (35) কোম্পানীর ০১টি পিকাপ গাড়ীতে বসে থাকাবস্থায় ইং ০৭/০৬/২০২২ তারিখ রাত অনুমান ০১.৩৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন হোসেন শহীদ সোহরাওয়ার্দী রোড কোতোয়ালী মোড়স্থ মিষ্টি মেলা নামক দোকানের সামনে থেকে কয়েকজনজন ছিনতাইকারী একটি সিএনজি যোগে এসে মারধরের ভয়ভীতি প্রদর্শন করে সাইড ইঞ্জিনিয়ারের ব্যবহৃত ০১টি Iphone 12 Pro Max মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সাইড ইঞ্জিনিয়ার তার বাম হাত সরিয়ে ডান হাত দিয়ে সিএনজির দরজা শক্তভাবে ধরলে ছিনতাইকারীরা সিএনজি টান দিয়ে সাইড ইঞ্জিনিয়ারকে হেঁচড়িয়ে মমতাজ হোটেলের সামনের দিকে যেতে থাকে।
এসময় কোতোয়ালি থানার এসআই/মোহাম্মদ ইমরান রাস্তায় টহল দেওয়ার সময় ঘটনাটি দেখামাত্রই দ্রুত ঘটনাস্থল থেকে মোঃ আরিফ কে আটক করলেও অন্যরা কৌশলে পালিয়ে যায়। তার হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি গাড়ী যার রেজিঃ-চট্টগ্রাম-থ-১৪-২৮৬৭ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
ধৃত ব্যাক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে তার নাম ঠিকানা প্রকাশ সহ সঙ্গীয় ব্যাক্তিদের নাম ঠিকানা প্রকাশ করে। পরবর্তীতে কোতোয়ালি থানা টিম অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন চুরিয়ালটুলী লেইন এলাকার একটি খালের মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার সময় মোঃ রফিক উদ্দিনকে গ্রেফতার করে। তার দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি টিপ ছোরা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।