নিজস্ব প্রতিবেদক
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতা মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মৌলভীবাজার জেলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ, মৌলভীবাজার শাখা।
আজ শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর মৌলভীবাজারের পশ্চিম বাজার জামে মসজিদের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মুসল্লী ও ইসলামি আন্দোলনের কর্মীদের অংশগ্রহণে মিছিলটি চৌমুহনা হয়ে কুসুমবাগ পয়েন্টে যায়৷ সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।