পটিয়া আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ধিত সভা গতকাল ১০ই জুন বিকেল চারটায় আশিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে তৃনমূলে সংগঠন’কে গতিশীল করার লহ্ম্যে- আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী গোলাপ রহমান মঞ্জু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী, মোঃ মুছা চেয়ারম্যান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বখতিয়ার চৌধুরী, আওয়ামী লীগ নেতা নুরুল আলম চৌধুরি, মোঃ জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন, সরফত আলী, কবির মেম্বার , হাজী বেলাল উদ্দিন, জসীম উদ্দিন, ওসমান গনি, আশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাফুজুল আলম চৌধুরী, আশিয়া ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক নোমান, যুগ্ন আহবায়ক গালিব চৌধুরী প্রমূখ, সভায় বক্তারা বলেন আগামী ৩০শে জুনের মধ্যে সকল ওয়ার্ড সম্মেলন করার সিদ্ধান্ত চুড়ান্ত হ এবং সংগঠনকে গতিশীল করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটিয়ায় নৌকা কে আবারও বিজয় করতে হবে।