জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ পৌরসভার জিহস ফকির (কুলিম্যা পাড়া) এলাকায় কিশোর গ্যাং এর সদস্যদের ছুরিকাঘাতে গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম (১৮)কে হত্যার ২৩ দিন পর এজাহার নামীয় আসামী বাহাদুর মিয়া (৩৫)কে দিনাজপুর থেকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।
জানা যায়,গত ১৮ মে গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম অপর ২ বন্ধুসহ পার্শ্ববর্তী গ্রাম পৌরসভার জিহস ফকিরপাড়া এলাকায় দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার হয়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৩ বন্ধু গুরুতর আহত হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই জাহিদুল ইসলাম মারা যায়। এব্যাপারে তার পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে চন্দনাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার সুত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চন্দনাইশ থানা পুলিশ দিনাজপুর থেকে এজাহার নামীয় আসামী বাহাদুর মিয়াকে গতকাল ভোর রাতে আটক করে চন্দনাইশ থানা পুলিশ। তাকে চন্দনাইশ থানায় নিয়ে আসা হয়েছে। আজ ১১ জুন শনিবার গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। আটককৃত বাহাদুর মিয়া আবু তাহেরের ছেলে বলে জানা যায়। এদিকে আসামীদের গ্রেপ্তারের দাবিতে গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগ গত ৯ জুন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় তারা দাবি করেন প্রশাসনের অবহেলায় আসামীরা গ্রেপ্তার হচ্ছেনা। এজাহার নামীয় অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। অনথ্যায় আরো বৃহত্তর কর্মসূচী ঘোষণা করবেন বলে সমাবেশে বলা হয়।