মোঃ জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণে ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদায়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবীতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার বেলা ১১ টায় পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহবানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মিজানুর রহমান টমাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন বাদল, সংস্থাপন শাখা ডেপুটি রেজিস্ট্রার মোঃ সাইদুর রহমান জুয়েল, পরীক্ষা নিয়ন্ত্রক শাখার ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবু বকর সিদ্দিক, শিক্ষাবৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার ডঃ মোঃ শফিকুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলাম টিটু, সহকারী রেজিস্ট্রার মোঃ মনিরুজ্জামান, সেকশন অফিসার ইলিয়াস কাঞ্চন শহিদ, কর্মচারী পরিষদের সভাপতি মজিবুর রহমান মৃধা প্রমূখ। বক্তারা বলেন ইতিমধ্যেই আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর ১২দফা সংযোজনের দাবীতে একটি স্মারকলিপি দিয়েছি। এই অভিন্ন নীতিমালায় আমাদের ১২ দফা দাবী সংযোজন করা হয় তার আহব্বান জানাচ্ছি।