সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল, চট্টগ্রামের সার্বিক দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া এসআই(নিঃ) ইকরাম উজ্জামান সঙ্গীয় ফোর্স সহ সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুর দীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করতঃ যাত্রীবাহী শ্যামলী পরিবহন, যাহার রেজিষ্ট্রেশন নং-ঢাকা-মেট্রো-ব-১৪-৬২৫৭ বাসটি অদ্য ১৬/০৬/২০২২ ইং, রাত ০০.৩০ ঘটিকা তল্লাশী করে মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম (৩৫), পিতা-নুরু মিয়া, মাতা-সুফিয়া খাতুন, সাং-চরসুবুদ্দি, মধ্য চানপুর, তোয়াজ আলী বেপারীর বাড়ী, থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে ১৪০০ (এক হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এছাড়া একই তারিখ সেজুতি পরিবহন, যাহার রেজিষ্ট্রেশন নং-ঢাকা-মেট্রো-ব-১৫-০৫৪০ বাসটি অদ্য রাত ০৩.২৫ ঘটিকা তল্লাশী করে মাদক ব্যবসায়ী মোঃ এনাম উল্লাহ(৩৩), পিতা-মকতুল হোসেন, মাতা-মোস্তফা খাতুন, সাং-নয়াপাড়া, প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে, সাবরাং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে ৩০০০(তিন হাজার পিচ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।