[জেদ্দা প্রতিনিধি ]
সত্যের পথে আমরা অভিচল এই শ্লোগান কে সামনে রেখে ২০১৯ সালে সৌদি আরব অনলাইন সাংবাদিক ফোরাম যাত্রা শুরু করে। বাংলাদেশর সুনামধন্য স্যাটালাইট চ্যানেল গুলোর সাথে সাথে অনলাইন বৃত্তিক চ্যানেল গুলো ও দেশের অগ্রযাত্রায় যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে।
এক দিকে দেশের উন্নয়ন চিত্র তুলে ধরছে অন্য দিকে বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিচ্ছে সবার আগে, তারই ধারাবাহিকতায় বিদেশের মাটিতে ও দেশের
ভাবমুর্তি তুলে ধরতে সক্ষম এক কথায় অনলাইন চ্যানেল গুলো দেশ ও প্রবাসের এক সেতু বন্ধন,
কোভিড এর কারনে একটু স্থবির হয়ে পড়লেও এবার একটু গুরে দাঁড়ানোর চেষ্টা করছে সংগঠনটি তাই মাননীয় প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তথ্যপ্রযুক্তিকে আরও গতিশীল করার লক্ষ্যে সংগঠন টি কাজ করে যাচ্চে, তারই ধারাবাহিকতায় সৌদি আরব অনলাইন সাংবাদিক ফোরামের ২০২২/২২২৩ কমিটি করার লক্ষ্যে জেদ্দায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সৌদি আরব অনলাইন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ রফিকুল হক চৌধুরীর সভাপতিত্বে ও এস,এম,আবু আলম ও মাঈন উদ্দিন শাহিন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আজিজুল হক মিলন, ও গ্লোবাল নেটওয়ার্কে প্রতি নিধি জনাব হাফেজ গোলাম মোস্তফা, বক্তব্য রাখেন , তৌহিদুল হাসান, শাহিনুর বেগম রুনা ও শাহজাহান , উক্ত বর্ধিত সভার সদস্যদের গোপন ভোটের মাধ্যমে রফিকুল হক চৌধুরী কে ২২২২ ও ২২২৩ সালের জন্য সভাপতি নির্বাচিত করা হয়, পরে সভাপতি রফিক চৌধুরী অন্যান্য পদে গুলো ঘোষণা করেন সেগুলো হচ্ছে সিনিয়র সহসভাপতি হাফেজ গোলাম মোস্তফা, সহ সভাপতি হাজী জসিম উদ্দিন,
সহসভাপতি আব্দু সাত্তার,, সহসভাপতি আবু রাইয়ান আইয়ুব,সাধারণ সম্পাদক, এস,এম,আবু আলম,সিনিয়র যুগ্ম সম্পাদক,তাজউদ্দিন তারেক
সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন শাহিন জেদ্দা,
সাংগঠনিক সম্পাদক হাজী বোরহান উদ্দিন হাওলাদার মক্কা সাংস্কৃতিকবিষয়ীক সম্পাদিকা করা হয় শাহিনুর হাছান রুনা কে সেই সাথে আই পি টিভি ও নিউজ পোর্টাল অর্নার দের সম্পৃক্ত করে একটি উপদেষ্টা কমিটি করা হয় উপদেষ্টা রা হলেন মোহাম্মদ জসিম উদ্দিন, সাহারা টেলিভিশন, সাঈফুদ্দিন মোহাম্মদ ফারুকী, কিউ টিভি বাংলা,
ডঃ ফারুকী, টাইমস ২৪ মিস্টার খায়রু জ্জামান, হলিউড বাংলা টিভি সেলিম আহমেদ এম,বি টিভি,
রাসেল মিয়া রিদয় বঙ্গ টিভি, মোহাম্মদ মামুন গোল্ডেন স্টার, অনলাইন এক্টিভেট, আজিজুল হক মিলন, মিডিয়া অর্গানাইজার।আহমেদ রহিম চৌধুরী, অনলাইন এক্টিভেট, আরিফ ইবনে মোজাম্মেল হক,অনলাইন এক্টিভেট, তায়েফ, উক্ত কমিটি সবার সর্বসম্মতিক্রমে গঠিত হয়।