নিজস্ব প্রতিনিধি
দেশের অন্যতম শীর্ষ কওমী মাদরাসা, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর মহাসচিব মুফতী আব্দুল হালিম বোখারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)! তাঁর মৃত্যুতে দেশ একজন শীর্ষ আলেমকে হারালো।
মুফতী আব্দুল হালিম বোখারীর ছেলে মাওলানা মানজারুল হালিম বোখারী জানান, মঙ্গলবার (২১ জুন) সকাল সোয়া দশটার দিকে চট্টগ্রাম সিএসসিআর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা,ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভোগে ছিলেন। গত রোববার (১৯শে জুন) সন্ধ্যার দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে চট্টগ্রাম সিএসসিআর হসপিটালে ভর্তি করা হয়েছিল।
আজ রাত দশটায় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মুফতি আবদুল হালিম দীর্ঘদিন পটিয়া মাদ্রাসার মুহতামিম হিসাবে খেদমত করেছেন। অসংখ্য আলেম তৈরির কারিগর ছিলেন তিনি।