মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ।
আজ বিকেলে Channel 24 এর কিশোরগঞ্জ প্রতিনিধি খাইরুল আলম ফয়সাল এবং কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থক এবং সাবেক সাংসদ সোহরাব উদ্দিনের কর্মী সমর্থকরা উপজেলার পুলেরঘাট বাজারে সংষর্ষে জড়ায়।
এ সময় সাংবাদিকরা সংঘর্ষের চিত্র ধারণ করতে গেলে তাদের উপর হামলা চালানো হয় এবং সাংবাদিকদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। মারধর করা হয় আরো বেশ কয়েকজন সংবাদকর্মীকে। সাংবাদিকদের উপর হামলা করার তীব্র নিন্দা সহ অপরাধীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।