জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৫ নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন (শনিবার) বিকালে দক্ষিণ হারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
ওয়ার্ড আ’লীগের সভাপতি মাস্টার আবু সাঈদ এর সভাপতিত্বে সভার উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি কায়সার উদ্দিন চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল মালেক রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা ফারুকী,মাহাবুবুর রহমান চৌধুরী,মো: কাশেম, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা,হেলাল উদ্দিন চৌধুরী,এনামুল হক,তৌহিদুল ইসলাম রহমানী,আবুল কাশেম বাবলু,শাহাদাৎ নবী খোকা,ফরিদুল ইসলাম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম চৌধুরী,যুবলীগ নেতা নাছির উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বেলাল উদ্দিন,আকতার হোসাইন,শাহী ইমরান রাজু, টিটু প্রমুখ।
স্বতঃস্ফূর্ত তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে জমকালো ভাবে সম্মেলনের ইতি ঘটে সম্মেলনে আ’লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগত কারণে সম্মেলনস্থলে কমিটি ঘোষণা না করে পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা যায়।